Terms and Conditions

Pay2change website UPDET করা হইছে। সকল user আপনার পুরোতন id, Password দিয়ে login করতে পারবেন। login করতে কোন সমস্যা হলে whatapp,imo অথবা সরাসরি এডমিন কে কল করুন 01797751040, PM,PAYEER,WEBMONEY, BTC,ETH,LTC,ADVCASH, >>> 1$ থেকে থেকে বাই-সেল করতে পারবেন। 

 

আমাদের সেবা গ্রহণ করে অনলাইন জুয়া, অর্থ পাচার (মানি লন্ডারিং), সন্ত্রাসী কর্মকাণ্ড বা এজাতীয় যেকোনো অপরাধজনিত কাজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। à¦…পরাধের জন্য এ সার্ভিস ব্যবহার করলে pay2change.com কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। à¦ªà§à¦°à§Ÿà§‹à¦œà¦¨à§‡ আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে।
 

* সব সময় আমাদের ওয়েবসাইটে প্রদত্ত আপডেটেড নাম্বারে/একাউন্টে টাকা/ডলার সেন্ড করতে হবে। অন্যথায় টাকা/ডলার খোয়া গেলে আমরা এর দায়ভার গ্রহণ করবো না

 

                                                                                    

 

*Coinbase email দিয়ে BTC,ETH,LTC  বাই করলে কোন fee কাটবে না। BTC, ETH, LTC wallet address দিয়ে বাই করলে 1$ fee বাদ দিয়ে বাকি ডলার সেন্ট করা হবে।  USDT TRC20 fee 0.80$                                                                                                                       

*    অডার  টাইম à§«-৩০ মিনিট । 

 

* অর্ডার করার সময় তাড়াহুড়ো করা যাবে না এবং অর্ডার করার পর পেমেন্টের জন্যও তাড়াহুড়ো করা যাবে না। এতে অনেক সময় ভুল অর্ডার সাবমিট হয় এবং ভুল এড্রেসে পেমেন্ট করা হয়। সুতরাং এডমিনকে পেমেন্টের জন্য তাড়া না দিয়ে আপনার অর্ডারটি ২-à§© বার চেক করে তারপর সাবমিট করুন। 

 

*   সরাসরি ক্লাইন্টের একাউন্ট থেকে ডলার পাঠাবেন না (থার্ড পার্টি ডিল করবেন না)। ডলার/টাকা অবশ্যই নিজের একাউন্ট থেকে/নিজের হাতে পাঠাতে হবে। 

 

*  *টেকনিক্যাল প্রবলেমের কারণে সাইট যদি ভুল হিসাব প্রদান করে, সেক্ষেত্রে আমরা সেটি ম্যানুয়্যালি হিসাব করে আপনাকে সঠিক এমাউন্ট সেন্ড করবো 

 

* Pay2change  কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই নীতিমালায় সংযোজন-বিয়োজন, পরিবর্তন-পরিবর্ধনের অধিকার সংরক্ষণ করেন।

 

 

আমাদের à¦“য়েবসাইট à¦ à¦²à§‡à¦¨à¦¦à§‡à¦¨ à¦•রার à¦œà¦¨à§à¦¯ à¦†à¦ªà¦¨à¦¾à¦•ে à¦†à¦®à¦¾à¦¦à§‡à¦° à¦¦à§‡à§Ÿà¦¾ à¦•িছু à¦¶à¦°à§à¦¤à¦¾à¦¬à¦²à§€ à¦…বশ্যই à¦®à¦¾à¦¨à¦¤à§‡ à¦¹à¦¬à§‡à¥¤à¦¨à¦¿à¦šà§‡ à¦†à¦®à¦¾à¦¦à§‡à¦° à¦¶à¦°à§à¦¤à¦¾à¦¬à¦²à§€ à¦¸à¦®à§‚হ à¦¦à§‡à§Ÿà¦¾ à¦¹à¦²à§‹:

1. আমরা বাংলাদেশ এর বাইরে কোনোভাবেই টাকা অথবা ডলার পাঠাই না।


2.আমরা কোনো জুয়ারু কিংবা বাজি সাপোর্ট করি না। সে ক্ষেত্রে আপনি এটি প্রমাণিত আপনার ট্রান্সেকশন টি ব্লক করে দিবো এবং আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।


3.অর্ডার করার সময় তাড়াহুড়া করবেন না এবং অর্ডার কমপ্লিট করার জন্য অ্যাডমিন কে বার বার নক করবেন না মাথায় রাখবেন এটি অনেক সেনসেটিভ একটি জিনিস ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনার ট্রান্সেকশন এ ভুল হলে সেটির দায়িত্ব আপনার। সুতরাং সাবধান
 

4. কোনো স্প্যাম ট্রান্সেকশন করবেন না। এরকম কিছু আমরা দেখলে আপনার একাউন্ট সাথে সাথে ব্লক করা হবে।
 

5.আপনি যদি প্রতারণা কারীর কেউ হন এবং এটি যদি আমাদের কাছে প্রমান থাকে তাহলে আমরা আপনার ট্রান্সেকশন টি ব্লক করবো প্রয়োজন এ আমরা আইন এর সহায়তা নিবো সুতরাং এটি থেকে সাবধানে থাকবেন।
 

6. আমাদের কোম্পানি এর নাম কপি করে বিসনেস করা থেকে বিরত থাকুন। এরকম কিছু পেলে আমরা আইনানুগ ব্যবস্থা ১০০% নিবো।
 

7.আমাদের কোম্পানি এর নামে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকুন। এরকম কিছু পেলে আমরা আইনানুগ ব্যবস্থা ১০০% নিবো। সুতরাং এটি থেকে সাবধানে থাকবেন।
 

8. আমাদের নাম দিয়ে কারো সাথে ফেসবুক অথবা অন্য কোনো মাধ্যমে কারো সাথে প্রতারণা করা থেকে বিরত থাকুন। এরকম কিছু পেলে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা ১০০% নিবো। সুতরাং এটি থেকে সাবধানে থাকবেন।
আমরা ওয়েবসাইট ছাড়া অন্য কোনো মাদ্ধমে লেনদেন করি না। উপরের সকল তথ্য অনুসারে আমাদের সকল গ্রাহক দেড় কে সাহায্য করার জন্য অনুরোধ করা হলো।

9. এছাড়া যেকোনো অবৈধ ও খারাপ কাজে আমাদের দেয়া ডলার অথবা টাকা টি নয় সেজন্য ভুলেও আমাদের কে ব্যবহার করে কোনো অবৈধ কাজ করবেন না। আপনার সকল রেকর্ড(লাইভ চ্যাট এ কথা বলা ,কল রেকোর্ড ,IP এড্রেস ) আমাদের অফিসিয়াল সার্ভার এ স্টোর করা থাকবে বাংলাদেশ সরকার অথবা যেকোনো আইননানুগ কাজে আমরা তা দিতে বাধ্য। 

10. টাকা অথবা ডলার অবশ্যই আপনাকে আপনার নিজের একাউন্ট অথবা নাম্বার থেকে পাঠাতে হবে এবং গ্রহণ করতে হবে। অন্য কারণ একাউন্ট অথবা নম্বর থেকে টাকা অথবা ডলার পাঠালে আমাদের সার্ভিস চার্জ ও সেন্ডিং ফী কেটে বাকি টাকা অথবা ডলার ব্যাক দেয়া হবে এবং আপনার ID টি ব্যান করা হবে।  


  ***  এখন থেকে বিকাশে ২০০০ টাকার নিচে ডলার সেল অডার করলে সেন্ড মানি ১০ টাকা চাজ কাটা হবে। শুধু মাএ বিকাশের জন্য।


এছাড়া যেকোনো সময় আমাদের নিয়ম এর পরিবর্তন হতে পারে এক্ষেত্রে অ্যাডমিন এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।